পাক সেনাধ্যক্ষদের মধ্যে মতভেদ
(বিশেষ সংবাদদাতা)
নয়াদিল্লী, ২৫ নভেম্বর—বাঙলাদেশের মুক্তিযােদ্ধাদের হাতে পাকিস্তানকে যে ক্ষয়ক্ষতি স্বীকার করতে হয়েছে তার শােধ ভারতের ওপর দিয়ে তােলার বিষয়ে পাক সেনাধ্যক্ষদের মধ্যে মতভেদের সৃষ্টি হয়েছে। কাশ্মীরের যুদ্ধবিরতি সীমারেখার ওপার থেকে পাওয়া এক সংবাদে একথা জানা গেল।
বাঙলাদেশ সীমান্তের কাছাকাছি মাত্র একটি অভিযানেই ৩টি স্যাবার জেট ধ্বংস-পাক-জেনারেলের সবচেয়ে বেশী শােকের কারণ হয়েছে।
ঐ একই সংবাদে বলা হয়েছে যে, ঘা খাওয়া মর্যাদার পুনরুদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারতের প্রতিরক্ষা লাইনের ওপর সীমিতভাবে আচমকা এক আঘাত হেনে পাক বিমান বাহিনীর প্রধান ক্ষতি পুষিয়ে নেওয়ার এক উদ্যোগ নিয়েছিলেন; কিন্তু অন্যান্য জেনারেলদের বিরােধিতার জন্য ভবিষ্যতে আরাে সুসংহত আক্রমণের আশায় বিমান বাহিনীর অধ্যক্ষ সাময়িকভাবে ঐ পরিকল্পনাটি স্থগিত রাখেন।
বাঙলাদেশে মুক্তিবাহিনীর আক্রমণের ক্ষমতা যত বেশী বৃদ্ধি পাচ্ছে, ততই পাক-জেনারেলরা পশ্চিম সীমান্তে অবিলম্বে যুদ্ধ বিস্তারের কাছাকাছি হচ্ছেন বলে সংবাদে জানানাে হয়েছে।
ইতােমধ্যে জম্মুর সুচেতগড়ের কাছে পারসুর অঞ্চলে পাকিস্তান নতুন সাজোয়া বাহিনী পাঠিয়ে ঐ। অঞ্চলের শক্তিবৃদ্ধি করেছে।
এদিকে সমগ্র জম্মু ও কাশ্মীর অঞ্চলে যুদ্ধের উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে এবং পাকসৈন্যরা ভারতের ওপর আঘাত হানার জন্য কেবল একটা নির্দেশের অপেক্ষায় তৈরী হয়ে রয়েছে।
সূত্র: কালান্তর, ২৬.১১.১৯৭১