You dont have javascript enabled! Please enable it! 1971.11.20 | পূর্ব ও পশ্চিমাঞ্চলে পাল্টা জবাবে ১ জন পাক-সৈন্য হতাহত | কালান্তর - সংগ্রামের নোটবুক

পূর্ব ও পশ্চিমাঞ্চলে পাল্টা জবাবে ১ জন পাক-সৈন্য হতাহত

নয়াদিল্লী, ১৯ নভেম্বর (ইউ এন আই)-গত বুধবার পূর্ব ও পশ্চিমাঞ্চলে ৯ জন পাকিস্তানী হানাদার হতাহত হয়। পাক হানাদারেরা যখন ভারত সীমান্তের বিভিন্নস্থানে গােলা বর্ষণ করতে শুরু করে তখন তারা এই দুর্ঘটনার সম্মুখীন হয়। ভারতের পক্ষে কোনাে হতাহতের সংবাদ পাওয়া যায় নি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বিরতি সীমারেখা লঙ্ঘনের অভিযােগ পেশ করে। গত ১৬ ও ১৭ নভেম্বর জম্মু এবং কাশ্মীরে পূঞ্চ-এর দক্ষিণ পশ্চিমে এবং কারগিল এলাকায় ঝান্দর ও আরও ৩টি স্থানের উত্তর পূর্বে পাক-হানাদাররা যুদ্ধবিরতি সীমা অতিক্রম করে।
মেঘালয়ে দুবার দক্ষিণ পশ্চিমে ভারত সীমান্তের অভ্যন্তরে পাকহানাদাররা গােলাবর্ষণ করে এবং ভারত সীমান্তরক্ষী বাহিনী পাল্টা গুলি চালায়। ফলে ৪ জন পাকসেনা হতাহত হয়।
পাক সেনারা বেলােনিয়ার দক্ষিণ-পশ্চিমে ভারতীয় সীমান্ত ঘাঁটির উপরে ১শ রাউণ্ডগুলি চালায়। ত্রিপুরাতেও রামগড়ে ভারত সীমান্তের অভ্যন্তরে পাক সেনারা ৮১ রাউণ্ড মর্টার বর্ষণ করে। কোনাে হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

সূত্র: কালান্তর, ২০.১১.১৯৭১