You dont have javascript enabled! Please enable it! 1971.11.20 | ২২শে নভেম্বর বিকেল ৩-৪৫ মিনিটে বিমান আক্রমণের সংকেতধ্বনির মহড়া | কালান্তর - সংগ্রামের নোটবুক

২২শে নভেম্বর বিকেল ৩-৪৫ মিনিটে বিমান আক্রমণের সংকেতধ্বনির মহড়া

সাইরেনের কাঁপাকাঁপা উঁচুনীচু সংকেতধ্বনি শােনামাত্র নিম্নলিখিত নির্দেশাবলী পালন করুন

১. আপনি যদি বাইরে থাকেন তাহলে নিকটতম পাকা বাড়ীর ভেতরে বা বিমান আক্রমণকালীন আশ্রয়ে প্রবেশ করুন। তা যদি না পারেন তবে উপুড় হয়ে মাটিতে শুয়ে পড়ুন। মাটিতে যাতে আপনার বুক না ঠেকে যায় সে জন্য দুই কনুইয়ের ওপর ভর করে থাকুন। গলা ও কান হাত দিয়ে ঢেকে রাখুন এবং আপনার দাঁত দিয়ে রুমাল বা একটুকরা কাপড় কামড়ে ধরুন।
২. আপনি যদি কোন মােটর, বাস বা ট্রামে থাকেন, তবে তক্ষুণি গাড়ী থামিয়ে নেমে পড়ুন এবং উপরের (১) নম্বরে বর্ণিত উপদেশ পালন করুন।
৩. আপনি যদি কোন সিনেমা বা থিয়েটার হলের মধ্যে থাকেন, তবে আপনার আসনেই বসে থাকুন। ভয় পাবেন না। বেরিয়ে আসার চেষ্টা করবেন না।
৪. আপনি যদি আপনার কর্মস্থলে থাকেন, তবে আশ্রয়কক্ষে প্রবেশ করুন। অন্যথায় একতলায় বা মাটির তলায় সবচেয়ে নিরাপদ কক্ষে প্রবেশ করুন।
৫. আপনি যদি বাড়ীতে থাকেন, তবে আপনার সবকটি জানালা খুলে রাখুন; সব আলাে নিভিয়ে রাখুন, সব আগুন নিভিয়ে দিন। তারপর আশ্রয়কক্ষ থাকলে সেখানে যান। না থাকলে একতলায় বা মাটির তলায় সবচেয়ে নিরাপদ ঘরে ঢুকুন। টেলিফোন ব্যবহার করবেন না। খােলা জানালার কাছে যাবেন
বেলা ৪টায় বিপদমুক্তির সংকেতধ্বনি শােনা যাবে
মনে রাখবেন, অসামরিক প্রতিরক্ষার দায়িত্ব আপনারই। স্থানীয় ওয়ার্ডেনদের নির্দেশ পালন করুন। পুলিশ ও অসামরিক প্রতিরক্ষা কর্মীরা সর্বদাই আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত অসামরিক প্রতিরক্ষা অধিকর্তা, পশ্চিমবঙ্গ কর্তৃক প্রচারিত।

সূত্র: কালান্তর, ২০.১১.১৯৭১