You dont have javascript enabled! Please enable it! 1971.12.06 | ভারতীয় বিমান বাহিনী কর্তৃক অধিকৃত বাঙলাদেশে ২৩০ বার বিমান হানা | কালান্তর - সংগ্রামের নোটবুক

ভারতীয় বিমান বাহিনী কর্তৃক অধিকৃত বাঙলাদেশে
২৩০ বার বিমান হানা

শিলং, ৫ ডিসেম্বর (ইউ এন আই)-আজ সারাদিনে ভারতীয় বিমানবাহিনীর বিমানবহর ২৩০ বার পাক অধিকৃত বাঙলাদেশের বিভিন্ন অঞ্চলে “স্বাধীনভাবে” হানা দিয়ে কুর্মিটোলা বিমানক্ষেত্রটি আংশিকভাবে বিধ্বস্ত করে নিজেদের ঘাঁটিতে নিরাপদে ফিরে এসেছে। তাছাড়া শত্রুসৈন্যর বহু সামরিক লক্ষ্যবস্তুও ধ্বংস হয়েছে।
আমাদের বিমানগুলি আকাশ পথে কোন আক্রমণের সম্মুখীন হয় নি।
আজ সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় বিমানবাহিনীর কম্যাণ্ডের প্রধান অফিসার এয়ার মার্শাল এইচ, সি, দেওয়ান সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করে জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনী এখন পূর্ব রণাঙ্গনে “আকাশ পথে পূর্ণ প্রাধান্য বিস্তার করেছে এবং শ্রীহট্ট সেক্টরের জামালপুরে পাক বাহিনীর এক ব্রিগেডের প্রধান কার্যালয় উড়িয়ে দিয়েছে।
ভারতীয় বিমানবহর কুর্মিটোলা বিমান ক্ষেত্রের উপর ১,০০০ পাউণ্ডের এক বােমাবর্ষণ করে রানওয়ের ঠিক মধ্যভাগে ২০ ফুট ব্যাস রেখার এক গহ্বর সৃষ্টি করেছে।
এয়ার মর্শাল বলেন, “শত্রু যাতে প্ররােচিত হয়ে বেরিয়ে আসে সেজন্য আকাশপথে প্রতি আক্রমণ চালানাে হয়েছিল কিন্তু কেউ বেরিয়ে আসে নি।

সূত্র: কালান্তর, ৬.১২.১৯৭১