আমরা তােমাদের সঙ্গে আছি
-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
আজ সেই জননী, সেই মায়ের ডাকে এখানে সমবেত হয়েছি।
আজ যে মন নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি তেমন মনােভাবের অভিজ্ঞতা আমাদের ইতিপূর্বে কখনও হয়নি। অন্তত আমার সত্তর বৎসরের অধিককাল দীর্ঘ জীবনে কখনও অনুভব করিনি। এদিকে চিত্ত স্বজনের, সহােদরের অতি বৃহৎ ও ব্যাপক অকল্যাণ, ক্ষতি ও বিনষ্টির আশংকায় মারাত্মকরূপে শংকিত, অন্যদিকে অত্যচারী, নীতিজ্ঞান-হীন, মিথ্যাচারী, দম্ভী শাসকের মূঢ় পাশব অত্যাচারে মর্মান্তিকভাবে ক্ষুব্ধ ও ক্রুব্ধ। আবার সেই সংগে প্রায় নিরস্ত্র সমগ্র জাতির একযােগে শংকাহীন অটুট প্রতিরােধের মহিময় বীর্যে চিত্ত একান্তভাবে স্ফীত।
অসুস্থ অবস্থায় গৃহের প্রাচীরের অন্তরালে আবদ্ধ থেকে এই বার্তা পাঠাচ্ছি। সভায় উপস্থিত না হতে পারার জন্য সভাস্থ সকলের কাছে মার্জনা ভিক্ষা করছি। তা সত্ত্বেও মনে করি, আজ সভায় উপস্থিত থাকাটাই বড় কথা নয়। আজকের সবচেয়ে প্রথম ও প্রধান কথা হল, এই সংকল্প সােস্কারে ঘােষণা করা যে-আমাদের ওপার বাংলার, বাংলা দেশের ভ্রাতা ও ভগ্নীগণ, আমরা তােমাদের সঙ্গে আছি, এবং যে কোন পরিণামে আমরা তােমাদের সংগে থাকব। গৃহের অভ্যন্তরে থাকি কি গৃহের বাইরে থাকি, আমরা তােমাদের সংগে আছি। পথে প্রান্তরে, হাটে-ঘাটে মাঠে, আমরা যে যেখানে আছি আমরা তােমাদের সংগে আছি। স্কুলে-কলেজে, অফিসে-আদালতে, ক্ষেতে-খামারে, কলে-কারখানায় আমরা যে যেখানে আছি, আমরা তােমাদের সংগে আছি। আমরা সাড়ে চার কোটি তােমাদের সাড়ে সাত কোটির পাশে আছি। তােমাদের বিপদে আছি, তােমাদের সম্পদে আছি। তােমরা তােমাদের মহিমাময় বীর্যের দ্বারা তােমাদের অবস্থিতির যে দাবিছায়া প্রক্ষেপ করেছে, আমরা সেই কায়ার অনুগামিনী ছায়ার সংগে মিশে তােমাদের সংগে এক হয়ে আছি।
সূত্র: কালান্তর, ২৯.৩.১৯৭১