বিমান যুদ্ধ ও বিমানহানা
আজ ভারতীয় বিমান হানায় একটি ট্রেন আক্রান্ত হয়। এই ট্রেনে বেশ কিছু সংখ্যক চীনা টি ৫৯ ট্যাঙ্ক ছিল। আরেকটি ট্রেনের উপর আক্রমণের লক্ষ্য ছিল পেট্রোল জাত দ্রব্যাদি ধ্বংস করা। বিমান হানার পর ঘাঁটিতে ফিরে বৈমানিক জানায় যে উভয় ট্রেনই সম্পূর্ণরূপে অগ্নিদগ্ধ হয়।
গতরাত্রে পাক বিমান শুধুমাত্র অমৃতসর ও পাঠানকোট আক্রমণ করে। ৮টি পাকিস্তানী জঙ্গী বিমান শ্রীনগর বিমান বন্দরে দিনের বেলায় হানা দেয় তবে বিমান ঘাঁটির কোন বড় রকমের ক্ষতি করতে পারেনি।
গত ২৪ ঘণ্টায় ৩টি শত্রুবিমান ঘায়েল হয়েছে ফলে ধ্বংসপ্রাপ্ত মােট পাক বিমানের সংখ্যা হল ৮৬, ভারত আজ একটি বিমান হারিয়েছে।
ছাম্ব এলাকার অবস্থাও যথেষ্ট শান্ত বলে মুখপাত্রটি জানান। দক্ষিণে নয়াচোরের ৩৫ কিলােমিটার উত্তরে ভারতীয় বাহিনী শত্রু বাহিনীর দিকে এগিয়ে চলেছে।
সূত্র: কালান্তর, ১৬.১২.১৯৭১