You dont have javascript enabled! Please enable it! 1971.06.07 | বাঙলাদেশের সাহায্যে এপার বাঙলার চিত্রশিল্পীবৃন্দ | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের সাহায্যে এপার বাঙলার চিত্রশিল্পীবৃন্দ

কলকাতা, ৬ জুন (সংবাদদাতা)-সীমান্তের ওপারে জঙ্গীশাহী ইয়াহিয়া খানের বর্বর ও নৃশংস হত্যাকাণ্ড, আর সামরিক বাহিনীর ব্যাপক গণহত্যার বিরুদ্ধে বাঙলাদেশের সাড়ে সাত কোটি মানুষের যে স্বাধীনতা সংগ্রাম, তাকে সমস্ত প্রকার শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করার উদ্দেশ্যে এপার বাংলার সমস্ত রকম মানুষই এগিয়ে এসেছেন। যেমনভাবে এগিয়ে এসেছেন শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ প্রভৃতি সেইভাবে এগিয়ে এসেছেন চিত্রশিল্পীবৃন্দও। তাঁদের সাহায্যের প্রত্যক্ষ নিদর্শন পাওয়া যাবে প্রতি শনিবার ভিক্টোরিয়া হাউসের বিপরীত দিকে অনুষ্ঠিত এক চিত্রপ্রদর্শনী থেকে। সেখানে যাদের ছবি দেখা যায় তাঁরা প্রায় সবাই প্রতিভাবান শিল্পী। তাঁদের এই ছবিগুলাে জল রং, তেল রং, পেস্টেল কালার প্রতির কোনাে কোনাে ছবি শিল্পকর্ম ও সৃষ্টি ধর্মের বিচারে পাঁচশাে টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত দাম করা চলত। কিন্তু এখানে তারা মাত্র দশ টাকার বিনিময়ে এক একটি ছবি বিক্রি করেছেন। অবশ্য কোন ক্রেতা বা সাহায্যকারী ১০ টাকার বেশী ইচ্ছামতাে দাম দিয়ে ছবি কিনে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন। বিক্রয়লব্ধ সমস্ত টাকাই বাঙলাদেশের সাহায্যার্থে ব্যয় করা হবে। প্রদর্শনী শুরু হয় গত ২৪ এপ্রিল থেকে এবং এখনও চলবে অনির্দিষ্টকালের জন্য প্রত্যেক শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। যে সমস্ত শিল্পী মহৎ উদ্দেশ্যে আয়ােজিত এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন তাঁরা হলেন : প্রবীর দাশগুপ্ত, সুনীল দাশ, অমিতাভ ব্যানার্জি, শ্যামল দত্তরায়, শৈলেন মিত্র, রবীন মণ্ডল, সনৎ কর, মানু পারেখ, মানু রাথােড, লালুপ্রসাদ সাহা, শ্ৰীমতী অমিতাভ ব্যানার্জি, শ্রীমতী জফিন মুছলা, অমরেন্দ্রলাল রায়চৌধুরী, জগদীশ ব্যানার্জি, সুহাস রায়, সুভপ্রসন্ন, পানেশ্বর ও আরও অনেকে।

সূত্র: কালান্তর, ৭.৬.১৯৭১