You dont have javascript enabled! Please enable it! 1971.12.16 | বাঙলাদশে মুক্তি-সংগ্রামের সমর্থনে জোড়াবাগান পার্কে সপ্তাহব্যাপী অনুষ্ঠান | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদশে মুক্তি-সংগ্রামের সমর্থনে জোড়াবাগান পার্কে সপ্তাহব্যাপী অনুষ্ঠান
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৫ জুলাই-মার্কিন সাম্রাজ্যবাদের সাহায্যপুষ্ট পাক প্রেসিডেন্ট জঙ্গীশাহী ইয়াহিয়ার বর্বরতার বিরুদ্ধে জনমত গঠনের উদ্দেশ্যে এবং বাঙলাদেশ-এর মুক্তিযােদ্ধাদের সমর্থনে সপ্তাহব্যাপী এক কর্মসূচী নেওয়া হয়েছে বলে বাঙলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক কমিটির জোড়াবাগান শাখার সম্পাদক শ্রী শান্তি মুখার্জি আজ জানান। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান আরম্ভ হবে জোড়া বাগান পার্কে আগামী ২৫ জুলাই থেকে। এই অনুষ্ঠানে চিত্র-প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ইত্যাদি ছাড়াও বাংলাদেশ, ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তৃতা দেবেন।
বক্তাদের মধ্যে থাকবেন জনাব আলতাফ হােসেন, মালেকা বেগম মতিয়া চৌধুরী, অধ্যাপক হীরেন মুখার্জি, ভবানী সেন, অশােক ঘােষ, প্রিয়রঞ্জন দাসমুন্সী, প্রফুল্লকান্তি ঘােষ ও গীতা মুখােপাধ্যায়। এ ছাড়াও যুব-দিবস’ ‘মহিলা-দিবস’ ইত্যাদি পালন করা হবে। সমিতির জোড়াবাগান ও উত্তর কলকাতা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। শ্রীমহাবীর বাগারিয়া সহ পাঁচজনকে এই কমিটির আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।

সূত্র: কালান্তর, ১৬.১২.১৯৭১