You dont have javascript enabled! Please enable it! 1971.04.18 | বাঙলাদেশ পােস্টার প্রদর্শনীর দ্বিতীয় দিন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ পােস্টার প্রদর্শনীর দ্বিতীয় দিন
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৭ এপ্রিল–মধ্য কলকাতা যুব-ছাত্র সংহতি আয়ােজিত বাংলাদেশ পােস্টার প্রদর্শনীর আজ ছিল দ্বিতীয় দিন। গতকাল এই প্রদর্শনীর উদ্বোধন হয়।
এই উপলক্ষ্যে প্রদর্শনীমণ্ডপে আয়ােজিত আলােচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পৌরােহিত্য করেন স্থানীয় শ্রীগণেশ ধর। বাঙলাদেশ-এর মুক্তি সংগ্রামের ঐতিহাসিক দিক সম্পর্কে আলােচনা করেন অধ্যাপক শঙ্কর চক্রবর্তী। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতা গােষ্ঠীর শ্রীদিলীপ চক্রবর্তী।
প্রদর্শনীতে ব্যাপক জনসংগ্রাম ঘটে। বহুদর্শক আলােচনা এবং সংগীত উপভােগ করেন। দর্শকমণ্ডলীর মধ্যে বিপুল উদ্দীপনা পরিলক্ষিত হয়। হঠাৎ সৃষ্টির জন্য প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রদর্শনী এবং অনুষ্ঠান আগামীকালও চলবে।

সূত্র: কালান্তর, ১৮.৪.১৯৭১