বিশ্ববিদ্যালয়ে মুক্তি সংগ্রামের আলােকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ২৪ এপ্রিল–আগামী ২৯ এপ্রিল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাঙলাদেশের মুক্তি সগ্রামকে আলােক চিত্র, পােস্টার ও চিত্রের সাহায্যে প্রকাশিত করার জন্য বাঙলাদেশের হৃদয় হতে’ শীর্ষক পাঁচ দিনব্যাপী একটি প্রদর্শনীর আয়ােজন করছেন। এই প্রদর্শনীর পাশাপাশি উভয় বাঙলার সাংস্কৃতিক প্রচারের জন্য দুই বাঙলার শিল্পী সাহিত্যিক, বুদ্ধিজীবীরা গান, আবৃত্তি ও আলােচনায় অংশগ্রহণ করবেন।
প্রদর্শনী, আলােচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের ১৫ জন ছাত্র-ছাত্রী দ্বারা গঠিত বাঙলাদেশ সংগ্রাম সহায়ক কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র কমিটি। মূলতঃ বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন ও ছাত্র পরিষদের প্রয়াসে গঠিত এই সহায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছাত্র ফেডারেশনের অর্জিত সরকার এবং ছাত্র পরিষদের চিত্রা বন্দ্যোপাধ্যায়।
আহ্বায়কদ্বয় বলেছেন, “আজ ওপার বাঙলায় সমগ্র জাতি-দল-মত নির্বিশেষে একটা মানুষ এর মত লড়ছে। তাই তার পাশে দাঁড়াবার জন্য আমাদের ঐক্যকে সুদৃঢ় করতে হবে। আর তারই ফলশ্রুতিতে এই কমিটি ও অনুষ্ঠান।”
সূত্র: কালান্তর, ২৫.৪.১৯৭১