দিল্লীতে বাঙলাদেশ সম্পর্কিত ফটোগ্রাফ প্রদর্শনী
(বিশেষ সংবাদদাতা)
নয়াদিল্লী, ৪ নভেম্বর-কেন্দ্রীয় খাদ্য ও কৃষিমন্ত্রী ফকরুদিন আলি আহমদ আজ এখানে বাঙলাদেশ সম্পর্কিত ফটোগ্রাফ প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই প্রদর্শনীর সংগঠক ছিলেন ভারতীয় জাতীয় ফেডারেশন।
বাঙলাদেশে ইয়াহিয়া খাঁর নির্মম অত্যাচারের দৃশ্য সম্বলিত শতাধিক বিরল চিত্র এই প্রদর্শনীতে রয়েছে, এছাড়াও প্রতিরােধ আন্দোলনের ছবিও তাতে স্থান পেয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী খােলা থাকবে।
এই উদ্বোধন অনুষ্ঠানে দিল্লীস্থ বাঙলাদেশ মিশনের প্রধান হুমায়ূন রসিদ চৌধুরী ও মিশনের প্রেসএটাচি আমজাদুল হক উপস্থিত ছিলেন।
শ্রীমতী অরুণা আসিফ আলি, রে, চক্রবর্তী, বাণী দাশগুপ্ত ও আরও অনেক মহিলা নেত্রী উপস্থিত ছিলেন।
বিদেশী নেত্রীদের মধ্যে আন্তর্জাতিক গণতান্ত্রিক মহিলা ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শ্ৰীমতী ফ্রেডাব্রাউন এবং নারীদের মধ্যে নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কিত আলােচ্য চক্রে যারা উপস্থিত হয়েছেন এমন বহু বিদেশী নারী প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে যােগ দেন।
সূত্র: কালান্তর, ৬.১১.১৯৭১