মক্কা মসজিদে চৌধুরী খালেকুজ্জমানের বক্তৃতা
হায়দারাবাদ, ১৮ই মে ১৯৪৭। মক্কা মসজেদে জুম্মার নমাজের পর বক্তৃতা প্রসঙ্গে চৌধুরী খালেকুজ্জামান বলেন— ‘পাকিস্তান সমগ্র ভারতের কল্যাণদায়ক হইবে। জমায়েতুল উলেমা-এ- হিন্দ প্রস্তাবিত গােলটেবিল বৈঠকের সমালােচনা করিয়া তিনি বলেন যে, মােছলেম লীগ চাহে স্বাধীন সার্বভৌম মােছলেম বাসভূমি। পৃথিবীতে কেহই লীগের এই দাবি বাতিল করিতে পারিবে না।
হায়দরাবাদ সম্পর্কে তিনি বলেন, হায়দরাবাদের জনসাধারণের পাকিস্তান অর্জনের জন্য বিশেষ চিন্তিত হইবার প্রয়ােজন নাই, কারণ বিগত ২৫০ বৎসর ধরিয়া তাহারা পাকিস্তানে বাস করিতেছে। বর্তমানে হায়দারবাদের প্রত্যেক মুসলমানের কর্তব্য হইতেছে নিজাম গভর্ণমেন্টের পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখা। – এ, পি, ও ও, পি।।
সূত্র: ভাষা আন্দোলনের ইতিহাস ও দলিল – সাহিদা বেগম