You dont have javascript enabled! Please enable it! 1971.08.22 | বাংলাদেশের প্রতি ‘হিতকারী’ | কম্পাস - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের প্রতি ‘হিতকারী’

সংগ্রামী বাংলাদেশ এই উপমহাদেশে এক নব অধ্যায় সৃষ্টি করেছে। একথা নিয়ে দ্বিমত থাকতে পারে না। আজ মুজিব নেতৃত্ব বলতে যা বুঝায় তা নিঃসন্দেহে এই নব অধ্যায়েরই দর্পণ।
অতীতে এ উপমহাদেশে সগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে বিভিন্ন রূপে ও ঢং- এ; কিন্তু এতদসত্ত্বেও সে সবের মধ্যে খাদ থাকার জন্যই ধর্মভিত্তিক দ্বিজাতি তত্ত্বের আবেগগত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণােদিত এবং ডায়ালেকটিক্যাল আবরণ-আভরণ ভূষিত পাকিস্তানের জন্মও হয়েছে। বর্তমান মুক্তিসংগ্রাম এসবের কবর দিয়ে নব অধ্যায় ও নব পথের সূচনা করতে প্রয়াসী।
এই প্রয়াস হয়ত প্রথমে অনেকে বুঝতে সক্ষম হয়নি, বা অনেকে আজও বুঝতে পারেনি। তার জন্য যেমন দীনতা তাঁদের ঠিক তেমনি সংগ্রামী মানুষের পূর্ণ প্রচার প্রচেষ্টা বা বিচক্ষণ প্রচার প্রচেষ্টারও কিছু অভাব। অবশ্য স্বীকার্য যে এই অভাব পূর্ণ করার দায়িত্ব তাঁদেরও যারা সাম্রাজ্যবাদ বিরােধী সংগ্রাম ও প্রগতিশীল পদক্ষেপের সমর্থক বলে দাবী রাখেন।
সংগ্রাম একদিনে শেষ হয় না। আর যদি শেষ তেমনভাবে হয় তাতে খাদও থেকে যায় বিশেষ ভাবে এ যেন পড়ে পাওয়া ফলের মতাে। তার মানে এ নয় যে সুদীর্ঘ সংগ্রাম করার কথা বলা হচ্ছে। তবে যে কোনাে সম্ভাবনার জন্য প্রস্তুত থাকাই বুদ্ধিমানের পথ।
এই সংগ্রামে যেমন প্রয়ােজন ঐক্য ও সংহতির ঠিক তেমনি শত ভিন্ন মতাবলম্বী হলেও প্রত্যেকের কর্তব্য হচ্ছে নিঃশর্তভাবে মুক্তি সংগ্রামে অংশ গ্রহণ করা। বিচ্যুতি হলাে এক্ষেত্রে যেমন আত্মহত্যার সামিল, তেমনি শক্রর সহায়কও। আবার; নেতৃত্বের প্রয়ােজন এমন সব পথ ও পদ্ধতি নেওয়া যাতে মুক্তি সংগ্রাম হয় শক্তিশালী এবং সংগ্রাম পথে যাতে দেখা না দেয় কোনােরূপ দলীয় বা ব্যক্তিগত সংকীর্ণতা। তাছাড়া, এও দেখা প্রয়ােজন যে যার যা গুণ আছে তার সদ্ব্যবহার করাই হলাে নেতৃত্বের দায়িত্ব, ব্যক্তিগত পছন্দ অপছন্দ এ ক্ষেত্রে হলাে বিষবৎ পরিত্যজ্য।
আবার, যতই মুক্ত এলাকা সৃষ্টি হবে প্রশাসনিক ব্যবস্থার প্রশ্ন দেখা দেবে, যার রূপ সাধারণ সময়ের মতাে মােটেই নয়। কারণ; মুক্তাঞ্চলে যেমন শিক্ষার ব্যবস্থা করতে হবে, তেমনি উৎপাদন ব্যবস্থাদিও দেখতে হবে এবং সঙ্গে সঙ্গে জনসাধারণের সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণের দিকও দেখতে হবে। অতএব এই প্রশাসন ব্যবস্থা রাজস্ব আদায়কারী প্রশাসন ব্যবস্থা হতে ভিন্নতর। তাছাড়া গেরিলা যুদ্ধ হতে যদি সামরিক বাহিনী গঠন করার উদ্দেশ্য থেকে থাকে বা সামরিক বাহিনীর পরিপূরক করার প্রয়ােজন থেকে থাকে তাহলেও প্রয়ােজন হবে mobile মুক্তাঞ্চলের সম্ভাবনার জন্যও প্রস্তুত হওয়া কোনাে কোনাে ক্ষেত্রে।…
এসব দিক হিসাব করলে শত্রু ছাড়া সকলেরই করণীয় আছে এবং নেতৃত্বের এদিক দেখার দায়িত্বও আছে।
তাই মনে হয় আজকের প্রয়ােজন একটি মুখপত্র, একটি মুক্তিবাহিনী এবং একটিই সংগঠন।
আর হেগেলের কথা স্মরণ রাখা প্রয়ােজন ..truth is the bacchanalian revel where not a soul is sober.” এই কথা স্মরণ করে যে নেতৃত্ব গড়ে উঠবে তাই হবে বলিষ্ঠ।

সূত্র: কম্পাস, ২২.০৮.১৯৭১