You dont have javascript enabled! Please enable it! 1971.03.30 | বাঙলাদেশ-এর মুক্তিযােদ্ধারা জলপাইগুড়িতে | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ-এর মুক্তিযােদ্ধারা জলপাইগুড়িতে
(বিশেস সংবাদদাতা)

জলপাইগুড়ি, ২৯ মার্চ জলপাইগুড়ি থেকে আমাদের বিশেষ সংবাদদাতা তার যােগে জানিয়েছেন যে বাঙলাদেশ থেকে গতকাল এবং আজ যথাক্রমে তিনজন ও দুজন মুক্তি যােদ্ধা রংপুর সীমান্ত পেরিয়ে আচম্বিতে জলপাইগুড়ি সদরে প্রবেশ করেছিলেন। তাদের আগমনের সংবাদ আগুনের মত চারপাশে ছড়িয়ে পড়ে ও মুহূর্তের মধ্যে শহরের সমস্ত অঞ্চল থেকে হাজারে হাজারে লােক জমায়েত হয়। পাকিস্তানের সদ্য নির্বাচিত জাতীয় পরিষদের একজন সদস্য এই আগন্তকদের মধ্যে ছিলেন। তিনি সেই বিপুল ও উদ্বেগ জনমণ্ডলীকে সম্বােধন করে আবেগদৃপ্ত কণ্ঠে বলেন যে, বাঙলাদেশের একজন বেঁচে থাকতেও শয়তান ইয়াহিয়া চক্রের হানাদারবাহিনীর কাছে আত্মসমর্পণ করা হবে না। আগন্তুক সৈন্যদলের বাঙলাদেশের জনতার ওপর পাশবিক অত্যাচারের উদাহরণ প্রসঙ্গে তিনি বলেন, “ইয়াহিয়ার অনুচরেরা একটি আড়াই বছরের শিশুকে সামনে দাঁড় করিয়ে কামান দেগে উড়িয়ে দিয়েছে। প্রবল প্রত্যয়ের সঙ্গে তিনি ঘােষণা করেন যে, দুই বাঙলার মানুষের অন্তরে যে সংহতি ও ভালােবাসার সুর ধ্বনিত হয়ে উঠেছে, কোনাে বিভেদপন্থী শক্তিই আর তার কণ্ঠরােধ করতে পারবে না। গণতন্ত্র ও স্বাধিকার রক্ষার সংগ্রামে বাঙলাদেশ-এর মানুষকে সমস্ত উপায়ে সাহায্য করার জন্য তিনি এ দেশের মানুষের কাছে আবেদন জানান।

সূত্র: কালান্তর, ৩০.৩.১৯৭১