চট্টগ্রাম থেকে-
“আমি মুজিব বলছি”
শিলং, ২৭ মার্চ (ইউএনআই)– স্বাধীন বাঙলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে আজ অপরাহ্নে গর্জে উঠল এক বলিষ্ঠ কণ্ঠস্বর :
“আমি শেখ মুজিবর- চট্টগ্রাম থেকে বলছি- স্বাধীন বাঙলার মুক্তিযােদ্ধারা কুমিল্লা দখল করে এগিয়ে চলেছে চট্টগ্রাম অভিমুখে। চট্টগ্রামে আজ বাঙ্গালী সেনাবাহিনীর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত।
বিপুল সংখ্যক হানাদাররা ছত্রভঙ্গ হয়ে ছুটে পালাচ্ছে বাঙলা দেশের গ্রাম থেকে গ্রামান্তরে। তাদের খুঁজে বের করাে আর খতম করাে। জয় বাঙলা”।
পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে প্রাপ্ত ইউএনআই’এর এক সংবাদে শেখ মুজিবরের বক্তব্য উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে শেখ মুজিবর মুক্ত আছেন।
এক গােপন বেতার কেন্দ্র থেকে আজ বেলা সাড়ে বারােটার শেখ মুজিবরের কণ্ঠস্বর “আমি ঠিক আছি, কমরেড, স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্য নিয়ে দ্রুত পদক্ষেপ এগিয়ে চল—শত্রুর প্রচারে বিভ্রান্ত হয়াে না।” ইউএনআই থেকে এ সংবাদ প্রচারিত হয়েছে।
সূত্র: কালান্তর, ২৮.৩.১৯৭১