ঢাকায় মহামারী : পূর্ব-বাঙলা শান্ত – পাক বেতারে দাবি
নয়াদিল্লী, ১৪ এপ্রিল (ইউএন)- ঢাকাস্থ পশ্চিম পাকিস্তানী কর্তৃপক্ষ আজ ঐ শহরে কলেরার প্রকোপকে স্বীকার করেছেন। পাক-নিয়ন্ত্রিত ঢাকা রেডিও থেকে আজ এক ঘােষণায় শহরের অধিবাসীকে পরিশ্রুত জল পানের নির্দেশ দেওয়া হয়েছে। বেতারে দাবি করা হয়েছে, ঢাকা শহরের পৌর ব্যবস্থা উন্নত করা হয়েছে। আর দাবি করা হয়েছে যে, শান্তি প্রতিষ্ঠার জন্য পূর্ব-বাঙলাব্যাপী জনসাধারণ সৈন্যবাহিনীকে সহায়তা
করছে। ঢাকা থেকে রাজশাহীগামী সেনাবাহিনী রাজশাহীস্থ পাকসেনাদের সঙ্গে যােগাযােগ রেখেছে এই দাবি করে বলা হয়েছে, শয়তান ও ভারতীয় অনুপ্রবেশকারীদের তারা সাফ করে দিয়েছে।
কয়েকদিন ধরে বিমান থেকে পূর্ব বাঙলায় একেবারেই বােমাবর্ষণ করা হচ্ছে না বলেও এই বেতারে সাফাই গাওয়া হয়েছে।
সূত্র: কালান্তর, ১৫.৪.১৯৭১