পাক হানাদারা গেরিলা তৎপরতায় দিশেহারা গত দু’দিনে শতাধিক হানাদার সেনা নিহত
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৯ জুন বাঙলাদেশের বিভিন্ন রণাঙ্গনে গেরিলা বাহিনীর তৎপরতা উল্লেখযােগ্যভাবে বৃদ্ধি পেয়েছ। গত ২ দিনে শতাধিক পাকসেনা গেরিলাদের হাতে নিহত হয়েছে। পাক হানাদাররা এখন তাদের নিরাপদ ঘাঁটিতেও স্বস্তিতে থাকতে পারছে না। শেষ কামড় হিসাবে তারা দখলীকৃত এলাকাগুলিতে নির্বিচারে বাঙালী জনসাধারণকে হত্যার এক পরিকল্পনা গ্রহণ করেছে। আজ সন্ধ্যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঐ সংবাদ প্রচার করা হয়েছে।
বেতারে বলা হয়েছে যে, কুমিল্লায় কসবা সেক্টরে গেরিলাবাহিনী মর্টার ও মেশিনগান নিয়ে পাকহানাদারদের উপর আক্রমণ চালিয়ে ৩৩ জনকে নিহত করে। আরাে বহু হানাদার আহত হয়। গেরিলাদের হাতে ঐ স্থানে ৬ জন পাক দালাল ও নিহত হয়েছে। কসবা সেক্টর থেকে ভীত পাক হানাদাররা ৪ মাইল পেছনে হটে গেছে।
গঙ্গাসাগর এলাকায় গেরিলা বাহিনীর ত্রিমুখী আক্রমণে ২৮ জন পাক হানাদার নিহত হয়েছে।
নােয়াখালি সেক্টরের গ্রামে গ্রামে গেরিলাবাহিনীর হাতে ক্রমান্বয়ে মার খেয়ে খেয়ে পাক হানাদাররা ফেনী শহরে আশ্রয় নিয়েছে।
সূত্র: কালান্তর, ১০.৬.১৯৭১