ঢাকা সেক্টরের হাসা এলাকায় পাকসৈন্য তিনশ’ জনকে হত্যা করেছে
আগরতলা, ১ জুন (ইউএনআই) বাঙলাদেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের উপর পাক-সৈন্যদের নির্মম অত্যাচার ও হত্যাভিযান এখনও অব্যাহত গতিতে চলছে।
সীমান্তের ওপর থেকে এক সংবাদে জানা গেল, ঢাকা সেক্টরের হাসা এলাকা পাকসৈন্য ঠাণ্ডা মাথায় তিনশ’-এর উপর মানুষকে হত্যা করেছে।
যশাের সেক্টরেও ব্যাপক নরহত্যার সংবাদ পাওয়া গেছে। জনসাধারণ কর্তৃক দু’জন পাকসৈন্য নিহত হওয়ার সংবাদও পাওয়া গেছে।
সূত্র: কালান্তর, ২.৬.১৯৭১