You dont have javascript enabled! Please enable it! 1971.06.11 | চুয়াডাঙ্গায় পাক সেনাদের মধ্যে ‘সেম-সাইড’ নিজেদের গুলিতে নিজের দলের ১৩ জন নিহত | কালান্তর - সংগ্রামের নোটবুক

চুয়াডাঙ্গায় পাক সেনাদের মধ্যে ‘সেম-সাইড’ নিজেদের গুলিতে নিজের দলের ১৩ জন নিহত
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১০ জুন- বাঙলাদেশের গেরিলা বাহিনীর তৎপরতা আরে তীব্র হয়ে উঠেছে। গেরিলাদের হাতে
খেয়ে পাক হানাদাররা নিজেদের মধ্যেই ‘সেম সাইড’ করে বসছে। চুয়াডাঙ্গার কাছে দুই দল পাক সৈন্যের পরস্পর সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে।
স্বাধীন বাঙলা বেতার কেন্দ্র আজ সন্ধ্যায় ঐ সংবাদের কথা উল্লেখ করে চুয়াডাঙ্গার শেয়ালমারীতে গেরিলা বাহিনীর একটি উল্লেখযােগ্য সাফল্যের সংবাদ দিয়েছে।
প্রকাশ, গত ৫ জুন শেয়ালমারীতে মাইন বিস্ফোরণে ২টি সামরিক ট্রাক ধ্বংস হয়ে ২৯ জন পাক হানাদার নিহত এবং ৪ জন আহত হয়। হানাদাররা জীবন নগরের দিকে যাচ্ছিল।
ঐ মাইন বিস্ফোরণের শব্দে ভীত পাক হানাদাররা জীবননগর থেকে দর্শনা থেকে ঘটনাস্থলে দিকে ফিরে আসে। দুই পক্ষই পরস্পর মুক্তিসেনা বলে ভুল করে পরস্পরের উপর গুলি চালাতে শুরু করে। ফলে ১৩ জন পাকহানাদার নিজেদের গুলিতেই আহত হয়।
ঐ একই স্থানে পরদিন মর্টান বিস্ফোরণ একজন মেজরসহ … জন পাক হানাদার নিহত হয়।
জয়ন্তিয়াপুরেও মাইন বিস্ফোরনে ১ জন পাক অফিসার নিহত হয়। বেশ কয়েকজন পাক হানাদার আহত হয়েছে।
রংপুর ও সিলেট সেক্টরে গেরিলাবাহিনীর উল্লেখযােগ্য… পর তার সংবাদ পাওয়া গেছে।
ছােট লেখায় ৫ জন পাক হানাদার মুক্তিফৌজের আক্রমণে নিহত হয়েছে এবং ময়মনসিংহ পারেঙ্গা পাড়ায়ও বহু পাকহানাদার বাহিনী হতাহত হয়েছে।
গেরিলাদের হাতে কুমিল্লা সেক্টরে জনৈক পাক অফিসার বহু আহত হয়েছে। পাকসেনাদের কুমিল্লার… থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সিলেট সেক্টরে গেরিলা বাহিনীর হাতে একটি সেতু ধ্বংস সংবাদও পাওয়া গেছে।

সূত্র: কালান্তর, ১১.৬.১৯৭১