বাঙলাদেশের বিভিন্ন রণাঙ্গনে গেরিলাবাহিনীর আক্রমণে পাকফৌজ নাজেহাল
শত্রু ক্যাম্পে সৈন্য ভর্তি ট্রাকের উপর অতর্কিত আক্রমণ
বাঙলাদেশের বিভিন্ন রণাঙ্গনে গেরিলাদের হাতে পাক-হানাদাররা প্রচণ্ড মার খেয়েছে। গেরিলাদের সুনিপুণ আক্রমণে বিভিন্ন স্থানে পাক-হানাদার খতমের সংখ্যাও উল্লেখযােগ্য।
মুজিবনগর থেকে ইউএনআই জানাচ্ছে যে, গতকাল এখানে গেরিলাদের আক্রমণে ১৬ জন পাকহানাদার খতম হয়েছে। গেরিলাদের সঙ্গে বৈদ্যনাথতলা ও কৃষ্ণনগরের কাছে দুটি আলাদা জায়গায় পাকহানাদারদের ছ’ঘণ্ট ব্যাপী গােলা বিনিময় হয়। উভয় পক্ষই মর্টার নিয়ে আক্রমণ ও পাল্টা আক্রমণ চালায়। খুলনা জেলার গনরাখালিতে পাকসেনা ভর্তি ট্রাকের উপর গেরিলা বাহিনীর আতর্কিত আক্রমণ চালিয়ে কমপক্ষে ৩০ জন পাক সৈন্যকে খতম করে ট্রাক এবং প্রচুর অস্ত্রশস্ত্র সহ গােলাবারুদ নিজেদের দখলে আনে।
যশোের রণাঙ্গনেও ট্রাকভর্তি পাকসৈন্যদের উপর গেরিলা বাহিনী আক্রমণ করে এবং এখানেও কিছু পাকসৈন্য নিহত হয়।
রংপুর সেক্টরেও গেরিলাবাহিনী তৎপরতার সঙ্গে শত্রুসৈন্যের শিবিরের উপর আক্রমণে শঙ্কিত। এমনকি শত্রুসৈন্যরা পাছে গেরিলাবাহিনী তাদের চিনে ফেলে সে কারণে নিজেদের বেসামরিক নাগরিক হিসাবে পরিচয় দেওয়ারও সংবাদ পাওয়া যাচ্ছে।
ভয়েস অব আমেরিকা তার নিজস্ব সংবাদদাতা লিওনার্ডের রিপাের্ট উদ্ধৃত করে বলেছে যে, ঢাকার জনৈক সামরিক অফিসারকেও গেরিলা বাহিনীর নিপুণ আক্রমণ কৌশলের কথা স্বীকার করতে হয়েছে।
সূত্র: কালান্তর, ২৩.৬.১৯৭১