রংপুর রণাঙ্গনে গেরিলা তৎপরতা
দিনহাটা, ২৫ জুলাই (নিজস্ব গত এক সপ্তাহে রংপুর রণাঙ্গনে গেরিলা তৎপরতায় বহু পাকসেনা হতাহত হয়েছে। তিনজন পাকসেনাকে গেরিলারা বন্দী করে।
প্রকাশ, সম্প্রতি ভুরুঙ্গামারি প্রাখভাণ্ডার এলাকায় মুক্তিবাহিনীর গেরিলারা টহলদারী পাকবাহিনীর উপর অতর্কিতে আক্রমণ চালিয়ে ৬ জন পাক সেনাকে খতম এবং আরাে কয়েকজনকে আহত করেন।
গত ১৯ জুলাই সংশ্লিষ্ট রণাঙ্গনে গেরিলা তৎপরতায় ২ জন নিহত হয় এবং কিছু সংখ্যক আহত হয়। একজন ভারতীয় কৃষক পাক বুলেটে আহত হয়েছেন।
মুক্তিসেনারা গত সপ্তাহে কুড়ি গ্রাম এলাকার একটি রেলসেতু ধ্বংস করে দিয়েছেন। রাজার হাট স্টেশনের কাছেও একটি রেলসেতু ধ্বংস করা হয়েছে। সংবাদে আরাে প্রকাশ, পাকসেনারা গ্রামাঞ্চলে আবার নতুন করে নারী নির্যাতন শুরু করেছে। মাঝাপাড়া গ্রামে দু’জন নারী নির্যাতনকারীকে গেরিলারা খতম করে দিয়েছেন।
লালমনিরহাট ও কুড়িগ্রামের মধ্যে একমাত্র সড়কপথ গেরিলারা বিচ্ছিন্ন করে দিয়েছেন। রংপুর শহরে কয়েকটি বােমা বিস্ফোরণের পর কয়েকজন যুবককে ধরা হয়েছে।
সূত্র: কালান্তর, ২৬.৭.১৯৭১