ইণ্ডিয়ান ওয়েল এমপ্লয়িজ ইউনিয়নের বিবৃতি
অবিলম্বে বাঙলাদেশের সাবভৌমত্ব স্বীকার করে স্বীকৃতিদানের জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়ে রাষ্ট্রয়ত্ব শিল্প প্রতিষ্ঠান ইণ্ডিয়ান অয়েল এমপ্লয়িজ ইউনিয়ের সাধারণ সম্পাদক শ্রীমানস রায় চৌধুরী এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি জানান যে, পূর্ব বাঙলায় ইসলামবাদের সামরিক বাহিনী কর্তৃক সেখানকার জনগণকে গণহত্যার বিষয়ে শ্রমিকশ্রেণি তীব্র প্রতিবাদ জানছে। মুক্তিকামী জনগণের স্বাধীনতা স্বীকারের জন্য ভারত সরকারের নৈতিক দায়িত্ব আছে। বর্বরােচিত সামরিক অত্যাচারে বাঙলাদেশের লােকের সামনে জনযুদ্ধ ব্যতীত কোন পথ খােলা নেই। বাঙলাদেশকে স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিকামী সৈনিকদের ভারত সরকারের উচিত সাহায্য করা। তৈল শিল্পের শ্রমিকগণ রক্তসহ অন্যান্য সাহায্যকারীদের ব্যাপারে প্রস্তুত আছে।
সূত্র: কালান্তর, ৩১.৩.১৯৭১