You dont have javascript enabled! Please enable it! 1971.09.25 | মুক্তিফৌজের তৎপরতার ফলে বিদেশী কোম্পানি চট্টগ্রাম ও চালনা বন্দরে জাহাজ পাঠাবে না | কালান্তর - সংগ্রামের নোটবুক

মুক্তিফৌজের তৎপরতার ফলে বিদেশী কোম্পানি চট্টগ্রাম ও চালনা বন্দরে জাহাজ পাঠাবে না

মুজিবনগর, ২৪ সেপ্টেম্বর (ইউএনআই) সম্প্রতি বাঙলাদেশ মুক্তিফৌজের গেরিলা তৎপরতার ফলে বিদেশী জাহাজ কোম্পানীগুলি চট্টগ্রাম ও চালনা বন্দরে জাহাজ পাঠাতে অস্বীকার করেছে।
এখানে প্রাপ্ত এক সংবাদে বলা হয়েছে যে, গত ২০ সেপ্টেম্বর গেরিলারা চট্টগ্রাম একট বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিয়েছে।
যশাের সেক্টরে গেরিলাদের বিরামহীন অভিযান অপ্রতিরােধ্য হয়ে উঠে। তাই পাকসেনারা কোননা কোনাে অঞ্চলে গেরিলাদের ঘিরে ফেলার জন্য নৌ-বাহিনীর সাহায্য নিতে বাধ্য হয়েছে।
রংপুর রণাঙ্গনের এক খবরে জানা যায় যে, কয়েকদিন আগে গাইবান্ধার কাছে মুক্তিফৌজের অতর্কিত আক্রমণের ফলে একজন পাকসেনা নিহত হয় এবং ৪ জন রাজাকার অস্ত্রশস্ত্র সহ মুক্তিফৌজের হাতে ধরা পড়ে।
২০ ও ২১ সেপ্টেম্বর লালমনিরহাট, লাহিড়ী মােহনপুর ও অমর এলাকায় মুক্তিফৌজ পাক সেনাদের উপর আক্রমণ চালিয়ে কতিপয় সৈন্য হতাহত করে।
১৮ সেপ্টেম্বর শ্রীহট্ট সেক্টরে গেরিলারা ২ জন রাজাকারকে খতম করে। এর আগের দিন অস্ত্রশস্ত্র সহ ২ জন রাজাকার মুক্তিফৌজের কাছে আত্মসমর্পণ করে।
টাঙ্গাইল সেক্টরে মুক্তিফৌজের তৎপরতা অব্যাহত রয়েছে। এখানে পাকসেনারা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: কালান্তর, ২৫.৯.১৯৭১