মুক্তিযোেদ্ধাদের বীরত্বপূর্ণ কর্মতৎপরতায় সারাদেশ গর্বিত
মুজিবনগর, ২ অক্টোবর বাঙলাদেশ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল এম,এ, জি ওসমানী তার আঁচদিনব্যাপী অগ্রবর্তী অঞ্চল পরিদর্শন শেষে আজ মুজিবনগরে মুক্তিবাহিনীর সদর দপ্তরে ফিরে এসে মুক্তিযােদ্ধাদের সামনে ভাষণ দিতে গিয়ে তাদের দেশপ্রেম ও সাহসের উচ্ছাসিত প্রশংসা করেন। তিনি বলেন যে, মুক্তিযােদ্ধাদের বীরত্বপূর্ণ কর্মতৎপরতার জন্য সারা দেশ গর্বিত।
তিনি বলেন, বাঙালী যােদ্ধা জাতি নয় এ ধারণা যে ভুল তা প্রমাণিত হয়েছে এবং মুক্তিযােদ্ধারা একটি নতুন ইতিহাস সৃষ্ট করতে চলেছে। কর্নেল ওসমানী মুক্তিযােদ্ধাদের বলেন, তােমরা গত ছ’মাসের সংগ্রামে যে সাহসও শৌর্যের পরিচয় দিয়েছে তাতে আমাদের জনগণের মনােবল প্রচণ্ডভাবে বেড়ে গেছে। নানা বিরােধিতার সঙ্গে লড়াই করে একাগ্রতা ও শৌর্যের দ্বারা তােমরা অভূতপূর্ব সাফল্য লাভ করেছ।
মুক্তিযােদ্ধাদের উন্নত মানের গেরিলা তৎপরতায় উৎসাহ জানিয়ে তিনি তাদের স্মরণ করিয়ে দেন যে তারা ন্যায়সঙ্গত কারণের জন্য লড়াই করছেন এবং এটা তাদের একটি জাতি হিসাবে আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম। এ প্রসঙ্গে তিনি আরও জানান, এইভাবে শৃঙ্খলা রেখে এগােতে পারলে এই মুক্তিবাহিনী বিশ্বের সর্বোৎকৃষ্ট সেনাবাহিনীতে পরিণত হতে পারবে।
অগ্রবর্তী অঞ্চলে সফরের সময় কর্নেল ওসমানী যেসব অঞ্চলের মুক্তিফৌজ ক্যাম্প ও হাসপাতাল পরিদর্শন করেন, সেখানে বিভিন্ন মুক্তিযােদ্ধা, ডাক্তার ও নার্সদের সঙ্গে তিনি আলােচনা করেছেন।
সূত্র: কালান্তর, ৩.১০.১৯৭১