মুক্তিবাহিনী কর্তৃক
আগরতলা, ৩ অক্টোবর (ইউএনআই) সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুক্তিবাহিনী পাকসেনা ও রাজাকারদের হাত থেকে কিছু গ্রাম্য মেয়েকে উদ্ধার করেছেন। উদ্ধারের জন্য মুক্তিবাহিনীকে পাকসেনাদের সঙ্গে তিন ঘণ্টা যুদ্ধ করতে হয়। ঢাকার অদূরে নদীর পাড়ে ঐ যুদ্ধ সংগঠিত হয়।
প্রকাশ মুক্তিবাহিনীর ঐ দলটি যখন ঢাকা জেলার আড়াইহাজার থানাস্থ কমসদ্দিচরের দিকে এগােচ্ছিলেন তখন খবর আসে পাঠান সৈন্য ও রাজাকাররা কিছু গ্রাম্য মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। মুক্তিবাহিনী তক্ষুনি হানাদারদের উপর আক্রমণ চালান এবং ৫ জন পাকসেনা ও ৬ জন রাজাকারকে খতম করে অপহৃতা মেয়েদের উদ্ধার করেন।
সূত্র: কালান্তর, ৪.১০.১৯৭১