১ অক্টোবর ১৯৭২ঃ আজকের এদিনে বিরোধী দল সমুহ।
জুলুম প্রতিরোধ দিবস পালন উপলক্ষে শহর ন্যাপ (ভাসানী)বায়তুল মোকাররমে জনসভা করেছে। সভায় সভাপতিত্ব করেন মুজিবুর রহমান চিশতী। সভায় সরকারের বিরুদ্ধে বিরোধীদলের কর্মীদের গুপ্ত হত্যার অভিযোগ আনা হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
রূপগঞ্জের তারাবোতে একজনসভায় ন্যাপ সাংগঠনিক সম্পাদক মতিয়া চৌধুরী মন্ত্রী ও এমসিএদের সম্পত্তির উপর শ্বেতপত্র প্রকাশের আহবান জানিয়েছেন।
গনমুক্তি দল নামে নতুন এক দল আত্মপ্রকাশ করেছে। আজ তারা প্রথম জনসভা করে। জনসভায় বক্তব্য রাখেন দলের সভাপতি অধ্যক্ষ খোন্দকার আব্দুল হামিদ সাধারন সম্পাদক খোন্দকার আব্দুল হাই এবং বক্তব্য রাখেন খোন্দকার মোশাররফ হোসেন ও তাদের অঙ্গ সংগঠন যুবলীগের সভাপতি খোন্দকার মঞ্জুরে মওলা। সভায় বক্তব্য এ অধ্যক্ষ হামিদ চোরাচালান প্রতিরোধে সরকার ব্যাপক অর্থ হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের সাথে সম্পাদিত চুক্তি প্রকাশের আহবান জানান। তিনি শ্রমবাদ সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহনের আবেদন জানান।
সভায় মওলানা ভাসানীর উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি উপস্থিত ছিলেন না এবং কৈফিয়তও পাঠাননি।