You dont have javascript enabled! Please enable it! 1971.10.10 | মুক্তিবাহিনীর হাতে ফুলগাজী রেলব্রিজ ধ্বংস | কালান্তর - সংগ্রামের নোটবুক

মুক্তিবাহিনীর হাতে ফুলগাজী রেলব্রিজ ধ্বংস

মুজিবনগর, ৯ অক্টোবর (ইউএনআই)- কুমিল্লা রণাঙ্গনের ফেনী ও বিলােনিয়ার মধ্যে অবস্থিত ফুলগাজী রেলব্রিজটি মুক্তিবাহিনী এ সপ্তাহের গােড়ায় ধ্বংস করেছে। বাংলাদেশ মুক্তিফৌজ সদর দপ্তর থেকে এ সংবাদ দিয়ে বলা হয়, এর ফলে রেল যােগাযােগ বিপর্যস্ত হয়।
ফেনী ও বিলেনিয়াতে মুক্তিযােদ্ধাদের প্রচণ্ড আক্রমণে পাকসেনারা ক্ষিপ্ত হয়ে চট্টগ্রাম থেকে আরও সৈন্য পাঠানাের জন্য তাদের ওপরওয়ালাদের জরুরী তলব দিচ্ছে।
কুমিল্লা জেলার কসবার কাছে গত ৪ অক্টোবর ৩নং পাঞ্জাব রেজিমেন্টের সৈন্যদের বহনকারী একটি লঞ্চ মুক্তিসেনারা ডুবিয়ে দেয়। ফলে বহু খাসসেনা খতম ও তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস হয়।
বাঞ্ছারামপুরে আরও একটি লঞ্চ মুক্তিসেনারা ডুবিয়ে দেয়। এর ফলেও বহু খানসেনা খতম হয়।
একই অঞ্চলে গেরিলারা ব্যাপক আক্রমণ সংগঠিত করে পাকিস্তানীদের ৩টি স্পীড বাের্ট ও ১০টি দেশী নৌকা ডুবিয়ে দেয়।
নােয়াখালির অনন্তপুরে মুক্তিবাহিনীর ৩টি ঘাঁটিতে পাকসেনারা আক্রমণ করলে দুপক্ষে তীব্র লড়াই-এ ৩০ জন হানাদার পশ্চিম পাকিস্তানী সেনা নিহত হয়।

সূত্র: কালান্তর, ১০.১০.১৯৭১