বাঙলাদেশের বহু স্থান থেকে সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে
মুজিবনগর, ১৪ অক্টোবর (ইউএনআই) মুক্তিবাহিনীর গেরিলা তৎপরতা বৃদ্ধি পাওয়ার ফলে ভীত পাকবাহিনী বহু স্থান থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়েছেন।
আজ এখানে প্রাপ্ত এক নির্ভরযােগ্য সূত্রে প্রকাশ যে, পাক-বাহিনী কুড়িগ্রাম ও রংপুরে সৈন্য প্রত্যাহার করে নিয়েছে।
গত ৯ অক্টোবর অমরখানার নিকট একদল পাকসেনার উপর আক্রমণ চালিয়ে মুক্তিসেনারা বহু রেডিও ও টেলিফোন যন্ত্রপাতি নষ্ট করে দিয়েছে।
ঐদিন পচাগড়ে গেরিলাদের গােপন মাইন বিস্ফেরণে একজন রাজাকার নিহত এবং ২ জন পাকসেনা গুরুতর আহত হয়েছে।
মুক্তিসেনারা গত ৯ ও ১০ অক্টোবর ভূরুঙ্গামারী, বড়খাতা, চিগিড়, ঠাকুরগাঁও ও রাণীশানকলে বহু টহলদারী পাকসেনাকে সংঘর্ষে ব্রিত করে তােলে।
গেরিলা তৎপরতায় ফরিদপুরের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
গত ৭ অক্টোবর শালুটিকরে অতর্কিত গেরিলা আক্রমণে ২ জন হানাদার সৈন্য এবং ২ জন রাজাকার নিহত হয়েছে। গেরিলারা ঐ স্থান থেকে বহু অস্ত্র ও দখল করেছেন। বাকি পাকসেনারা পালিয়ে যায়।
গেরিলা তৎপরতার ফলে ঢাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অন্যান্য রণাঙ্গনেও গেরিলা তৎপরতা অব্যাহত রয়েছে।
সূত্র: কালান্তর, ১৫.১০.১৯৭১