You dont have javascript enabled! Please enable it! 1971.10.31 | মুক্তিযােদ্ধাদের আক্রমণ অব্যাহত রয়েছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

মুক্তিযােদ্ধাদের আক্রমণ অব্যাহত রয়েছে
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৩০ অক্টোবর বাঙলাদেশের সবকয়টি রণাঙ্গনেই মুক্তিবাহিনীর গেরিলা যােদ্ধারা পাকবাহিনীর উপর প্রচণ্ড আঘাত হেনেছে। আজ মুজিবনগর থেকে প্রাপ্ত এক সংবাদে একথা জানা গিয়েছে।
রংপুর, দিনাজপুর, রাজশাহী রণাঙ্গনের জয়মনিহাট, ভুরুঙ্গামারী পচাগড়, অমরখানা, ভুটয়াপাড়া অঞ্চলে গত সাতাশ অক্টোবর তারিখে মুক্তিবাহিনীর গেরিলা দল পাকবাহিনীকে আক্রমণ করে ৪৬ জন পাকসৈন্যকে খতম করে। গেরিলা দল পাচাগড়ে পাক সৈন্যবাহিনীর একটি জীপ উড়িয়ে দিয়েছে।
ময়মনসিংহ, শ্রীহট্ট এবং মৌলভীবাজার রণাঙ্গনের আলমপুর, কালিমাকান্দি, নাজীরহাট, কালীপুর অঞ্চলে গেরিলা দল গত ২৬ অক্টোবর পাকসৈন্যদের উপর আক্রমণ করে কুড়িজন পাকসৈন্যকে নিহত করেছে এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে।
মুক্তিবাহিনী ময়মনসিংহের কিশােরগঞ্জ গৌরীপুরের মধ্যে এবং কিশােরগঞ্জ ও ভৈরব বাজারের মধ্যে রেল লাইন উঠিয়ে দিয়েছে। কুমিল্লা কোটেরশ্বর অঞ্চলেও রেল লাইন উঠিয়ে দিয়ে রেল যােগাযােগ বিচ্ছিন্ন করেছে বলে জানা গেল।

সূত্র: কালান্তর, ৩১.১০.১৯৭১