You dont have javascript enabled! Please enable it! 1971.11.20 | মুক্তিযােদ্ধাদের আক্রমণে পাক-ফৌজ দিশেহারা | কালান্তর - সংগ্রামের নোটবুক

মুক্তিযােদ্ধাদের আক্রমণে পাক-ফৌজ দিশেহারা
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৯ নভেম্বর বাঙলাদেশের মুক্তিযােদ্ধারা সমগ্র দেশজুড়ে লড়াই তীব্রতর করে তুলেছে। কয়েকদিনের মধ্যেই রণাঙ্গনের বিরাট বিরাট সাফল্যের খবর পাওয়া যাবে বলে সীমান্তের ওপার থেকে নির্ভরযােগ্যসূত্রে সংবাদ পাওয়া গেছে।
সীমান্তের ওপার থেকে প্রাপ্ত সংবাদে প্রকাশ, রংপুর, ঢাকা এবং যশােরের বিভিন্ন স্থানে মুক্তিযোেদ্ধাদের আক্রমণে পাকফৌজ দিশেহারা হয়ে পড়েছে। সৈন্যবাহিনী কার্ফ জারী না হলে দিনের বেলায় বেরুতে রাজী হচ্ছে না।
যুদ্ধ হবে কি হবে না সর্বত্র এই প্রশ্নে সরকারী এবং বেসরকারী মহল বলছেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে পাকিস্তানের ইয়াহিয়া সরকারের উপর। অন্যদিকে আমাদের সীমান্তবর্তী স্থান সমূহের ওপর পাকিস্তানী ফৌজের আক্রমণের যােগ্য জবাব আমাদের নিরাপত্তা বাহিনী দিচ্ছেন। রাজ্য সরকারের জনৈক মুখপাত্র জানান, সহস্রাধিক ব্যক্তিকে বৈদেশিক আইনে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তান চরদের নাশকতামূলক কাজ পূর্বাহ্নেই প্রতিরােধ করা সম্ভব হচ্ছে।
সম্প্রতি মুক্তিবাহিনীর গেরিলারা রংপুর রণাঙ্গনের কুড়িগ্রাম এবং চিলমারীর মধ্যে একটি সামরিক ট্রেন উল্টে দিয়ে ৫০ জন পাকসেনাকে খতম করেছেন।

সূত্র: কালান্তর, ২০.১১.১৯৭১