রংপুর জেলায় গেরিলাদের চমকপ্রদ অভিযান
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১ নভেম্বর- সম্প্রতি বাঙলাদেশের রংপুর জেলার ভুরুংগামারী অঞ্চলে মুক্তিযযাদ্ধারা চমকপ্রদ গেরিলা প্রথায় জীপ ভর্তি কুড়িজনের এক পাকবাহিনীকে খতম করতে সক্ষম হয়েছে। সীমান্তের ওপার থেকে এই সংবাদ জানা গেছে। গত ২৭ অক্টোবর রংপুরের ছয় নম্বর সাব সেক্টর কমান্ডােরের নেতৃত্বে একদল মুক্তিবাহিনী ভুরুংগামারী সেক্টরের আন্দারঝাড় পাক-কালমাটি এলাকায় পাকসেনাদের চলাচলের রাস্তায় মাইন পুঁতে রাখে। দুটি জীপে করে ২০ জন পাকসৈন্য রসদ ভর্তি করে ঐ রাস্তা অতিক্রম করার সময় বিস্ফোরণে উল্টে যায়।
ধারে কাছে লুকিয়ে থাকা মুক্তিযােদ্ধারা তখন ক্রমাগত গুলি চালিয়ে ২০ জন পাকসেন্যকেই খতম করেন। মুক্তিযােদ্ধারা পাকবাহিনীর কভারিং সেল উপেক্ষা করে জনগণের সহযােগতািয় ৫ জন নিহত এবং ১ জন আহতকে (পরে মারা যায়) টেনে নিরাপদ দূরত্বে নিয়ে আসে। জানা গেছে, এরা ২৫ পাঞ্জাব রেজিমেন্টের সৈন্য। মুক্তিবাহিনী পাকবাহিনীদের কাছ থেকে একটি লাইট মেশিনগান, ৩টি অটোমেটিক রাইফেল ২টি অটোমেটিক স্টেনগান ৮০০০ গুলি প্রভৃতি উদ্ধার করেন। প্রাপ্ত সব অস্ত্রই চীনের তৈরি। অস্ত্রের গায়ে নাম্বার ছিল ৬৬ (চীনা ভাষায়)/ ১০০৩৫৯৫৮। মুক্তিবাহিনী রংপুরের বিভিন্ন রণাঙ্গনে তীব্র তৎপরতা চালিয়েছেন বলে জানা গেল।
সূত্র: কালান্তর, ২.১১.১৯৭১