You dont have javascript enabled! Please enable it!

ভারতকে ফাসাবার জন্য

মেহেরপুর, ৮ এপ্রিল (ইউএনআই) ভারতকে ফাসাবার জন্য পাক সামরিক কর্তৃপক্ষ কূটকৌশলের পথ ধরেছে।
১৯৬৫ সালে পাকভারত সংঘর্ষে আটক ভারতীয় সমরাস্ত্র বিমানযােগে পাঠিয়ে দেবার জন্য ঢাকার সামরিক কর্তৃপক্ষ পাকিস্তানের সামরিক প্রভুদের কাছে জরুরী তার পাঠিয়েছেন।
খবরটি ফাঁস করে দিয়েছেন পাকিস্তান সামরিক বাহিনীর জনৈক সিগন্যাল অপারেটর। উক্ত সিগন্যাল অপারেটর সম্প্রতি কুমিল্লায় মুক্তিফৌজ যােগ দিয়েছেন। উদ্দেশ্যটা যে ভারতের বিরুদ্ধে নির্লজ্জ প্রচার সে বিষয়ে কোনাে সন্দেহ নাই।
ভারতীয় অস্ত্রগুলি দেখিয়ে পাকিস্তানের জঙ্গীচক্র এটাই প্রমাণ করতে চাইবে, বাঙলাদেশ-এর মুক্তিযুদ্ধে পেছন থেকে মদত যােগাচ্ছে ভারত।

সূত্র: কালান্তর, ২৩.১১.১৯৭১