১৬ আগস্ট, ১৯৭১ ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লীতে বলেন, বাংলাদেশের সঙ্কটজনিত পরিস্থিতি স্বাধীনতার পর ভারতের জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিপুল শরণার্থীর চাপে ভারতের অর্থনীতি সঙ্কটের মুখে। ১৬ আগস্ট, ১৯৭১ ১৪ জন এমএনএ কে সামরিক আদালতে তলব সামরিক শাসক ১৪ জন জাতীয় পরিষদ সদস্যকে ২২ আগস্ট সকাল ১০টার মধ্যে নাটোরে ২নং সেক্টরের উপ-সামরিক আইন প্রশাসকের আদালতে হাজির হবার নির্দেশ দেয়। এঁরা হচ্ছেন: রিয়াজউদ্দিন আহমেদ রংপুর, মোশাররফ হোসেন চৌধুরী দিনাজপুর, মতিউর রহমান রংপুর , মফিজ আলী মোহাম্মদ চৌধুরী (ভুল নাম প্রকৃত মাজহার হোসেন চৌধুরী হবে) রংপুর , মোঃ আজিজুর রহমান দিনাজপুর, শাহ মাহতাব আহমেদ দিনাজপুর, মুজিবুর রহমান বগুড়া , মোতাহার হোসেন তালুকদার সিরাজগঞ্জ, আবদুল আউয়াল রংপুর, আবদুল মোমিন তালুকদার পাবনা, আবু সাঈদ পাবনা, এ.বি.এম. মোকসেদ আলী দিনাজপুর ও অধ্যাপক মোঃ ইউসুফ আলী দিনাজপুর।