রাণাঘাটে ২ জন কনস্টেবলের মৃতদেহ
(স্টাফ রিপোের্টার)
কলকাতা, ২২ নভেম্বর। গতকাল রাণাঘাটে ২ জন কনস্টেবলের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। ময়না তদন্তে গুলি দুটি পাকিস্তানে তৈরি দেখা গেছে।
আজ মহাকরণে সাংবাদিকদের রাজ্য পুলিশের জনৈক কর্তা উক্ত সংবাদ জানান “এটা পাকবাহিনীর নাশকতামূলক কাজ বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। ঘটনার বিবরণে প্রকাশ রাণাঘাটে সীমান্তবর্তী এক গ্রামে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ যখন ঐ দুটি কনস্টেবল ময়না তদন্তের জন্য বহন করে নিয়ে আসছিলাে সেই সময় এই ঘটনা ঘটেছে।
মর্টার এবং কামান থেকে পাকিস্তান একিনপুর গ্রামে গােলাবর্ষণ করেছে। গত ১৮ ও ১৯ নভেম্বর সারারাত্রি ধরে এই গ্রামের উপর গােলাবর্ষণ করা হয়েছে। ফলে প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে। একটি পার্সোনেল মাইন উদ্ধার করেছেন এবং নিরাপত্তাবাহিনীকে জানিয়ে দিয়েছেন। কয়েকটি ক্ষেত্রে পাকিস্তানী সেনাবাহিনী অন্তর্ঘাতক পাঠিয়ে কয়েকটি পুল উড়িয়ে দিয়েছে।
সূত্র: কালান্তর, ২৩.১১.১৯৭১