You dont have javascript enabled! Please enable it! 1971.12.05 | যশাের রণাঙ্গনের উটহালি মুক্তিবাহিনীর দখলে | কালান্তর - সংগ্রামের নোটবুক

যশাের রণাঙ্গনের উটহালি মুক্তিবাহিনীর দখলে

মুজিবনগর, ৪ ডিসেম্বর (ইউ এন আই)-বাঙলাদেশের বিভিন্ন রণাঙ্গনে মুক্তিবাহিনী পাকিস্তানী সৈন্যদের উপর আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেছে। যশাের রণাঙ্গনে মুক্তিসেনারা মহেশকান্দি, জীবননগর এবং মেহেরপুর শহরে বহু শত্রুসেনা খতম করেছে এবং দক্ষিণ-পশ্চিম যশােরের একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দিয়েছে। মুক্তিবাহিনী চুয়াডাঙ্গার দক্ষিণে উটহালি দখল করেছে। রংপুরের হিলিতে লড়াই চলছে। শ্রীহট্ট রণাঙ্গনে জগন্নাথপুর তাহিরপুর এলাকায় পাক-বাহিনী এবং সুনামগঞ্জ এলাকায় অগ্রবর্তী বাহিনীর বিরুদ্ধে মুক্তিযােদ্ধারা আক্রমণ চালায়। বিলােনিয়ার কুমিল্লা মুক্ত অঞ্চলে মুক্তিবাহিনী বাঙলাদেশ সরকারের অসামরিক ও পুলিশ প্রশাসন পুনরায় চালু করতে সক্ষম হয়েছে। ঢাকা ময়মনসিংহ রণক্ষেত্রে পাকিস্তানী সৈন্যদের খাদ্য ও মাংসে ঘাটতি দেখা দিয়েছে। জামালপুর ও কামালপুর এলাকায় মুক্তিসেনারা লড়াই অবিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে। বাঙলাদেশের অধিকৃত অঞ্চলে বিদেশী সাংবাদিকদের মনােরঞ্জনের জন্য দখলদার ইয়াহিয়াচক্র যারপর নাই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এসব বিদেশী সাংবাদিকরা যাতে ভারতকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করে তার জন্যই এই তােয়াজ।এদিকে পাকিস্তানী স্যাবার জেট ধ্বংসের পর বিমানবাহিনীর পাইলটরা কাজে যােগ দিতে গড়িমসি করছে।

সূত্র: কালান্তর, ৫.১২.১৯৭১