পাকিস্তানের পড়িমরি পলায়ন
বেনাপােল থেকে যশাের পর্যন্ত অজস্র বিবর ঘাটি ও বিপুল সৈন্য ও অস্ত্রশক্তি নিয়ে পাকিস্তানীরা যশাের ক্ষেত্রটিকে সত্যিই দূর্গ বানিয়েছিল। ভারতীয় বাহিনী সুকৌশলী সামরিক তৎপরতায় তাদের পিছন দিক থেকে তাদের ঘিরে ফেলায় দিশেহারা পাকিস্তানীরা প্রায় কোনও রকম প্রতিরােধ ছাড়াই যশাের ক্যান্টনমেন্ট, বিমানক্ষেত্র ও যশাের শহর ছেড়ে পড়িমরি করে পালিয়ে খুলনার দিকে যাচ্ছে। অপ্রত্যাশিত দিক থেকে ভারতীয় বাহিনীর আক্রমণ তাদের এতােই হচকচিত করেছিল যে, ক্যান্টমেন্টের সামরিক সদর দপ্তরে, দেওয়াল জোড়া সামরিক মানচিত্র থেকে শুরু করে অস্ত্র গােলাবারুদ, বিছানা ও রেশন পর্যন্ত ফেলে পালিয়েছে। ক্যান্টনমেন্ট বা শহরের বলতে গেলে কোনও ক্ষতিই হয় নি। কিন্তু পালাবার পথে দক্ষভাবে তারা সেতুগুলি ভেঙ্গে দিয়ে গেছে।
সূত্র: কালান্তর, ১০.১২.১৯৭১