পাকহানাদাররা কুষ্টিয়ায় ১২ হাজার নরনারী হত্যা করেছে
কুষ্টিয়া (বাঙলাদেশ) ১৪ ডিসেম্বর কুষ্টিয়া জেলাতে গত নয়মাসে ১২ হাজার মানুষ পাকবাহিনীর হাতে নিহত হয়েছেন। আজ কুষ্টিয়া জেলা প্রশাসনের জনৈক মুখপাত্র ইউএনআই’র সাংবাদিককে একথা জানিয়েছেন।
কুষ্টিয়ার হরিপুরা গ্রামের সমস্ত গ্রামবাসীকে পাকবাহিনী গুলি করে মেরেছে। কুষ্টিয়ার ১২৫০টি গ্রামের মধ্যে ৩৭৫টি গ্রাম পাক বাহিনী জ্বালিয়ে দিয়েছে। জেলার বিভিন্ন স্কুল, হাসপাতাল এবং অফিস বাড়িগুলির বর্তমানে সংস্কার প্রয়ােজন। জেলায় স্বাভাবিক অবস্থা বর্তমানে ধীরে ধীরে ফিরে আসছে বলে ঐ মুখপাত্র উল্লেখ করে।
সূত্র: কালান্তর, ১৬.১২.১৯৭১