বনগাঁ সীমান্ত পথে বহু শরণার্থীর ভারতে আশ্রয় গ্রহণ
(সীমান্ত সফরত স্টাফ রিপাের্টার)
বনগাঁ, ১১ এপ্রিল বেনাপােল পেট্রাপােল সীমান্ত পথে গতকাল ও আজ বাঙলাদেশের বহু শরণার্থী সরকারী আশ্রয় শিবিরে এসে ওঠেন। গত শুক্রবার সীমান্ত থেকে ১৪ মাইল দূরবর্তী ঝিকরগাছায় পাকহানাদাররা হামলা চালনাের পর ঝিকরগাছা ও পাশ্ববর্তী এলাকাগুলি থেকে ভারত সীমান্তে শরণার্থী আসা শুরু হয়।
সরকারী আশ্রয় শিবিরের জনৈক কর্মকর্তা জানালেন, গত ২ দিনে শিবিরে ১০৮৯ টি পরিবারের ২৫১৪ জন শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে। সরকারী উদ্যোগে উদ্বাস্তুদের থাকা, খাওয়া ও চিকিৎসাদির ব্যবস্থা হয়েছে। আশ্রয় শিবিরে ওঠেননি এমন শরণার্থীর সংখ্যা কয়েক হাজার।
সূত্র: কালান্তর, ১২.৪.১৯৭১