শেখ মুজিবের অনশন ধর্মঘট
পূর্ব পাকিস্তান মােছলেম ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর কর্তৃক প্রকাশিত একটি প্রচারপত্রে বলা হইয়াছে যে, গত ১৬ই ফেব্রুয়ারী হইতে নিরাপত্তা বন্দী শেখ মুজিবর রহমান ও মহিউদ্দীন আহমদ জেলখানায় অনশন ধৰ্ম্মঘট আরম্ভ করিয়াছেন। অসুস্থতার জন্য শেখ মুজিবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী জনাব নুরুল আমীনের নিকট এক স্মারকলিপি প্রেরণ করিয়াছিলেন বলিয়া জানা গিয়াছে। উক্ত স্মারকলিপিতে তিনি বলিয়াছেন যে, যেহেতু প্রকাশ্য আদালতের বিচারে তাঁহাদের বিরুদ্ধে কোন অভিযােগ প্রমাণ করিতে পারেন নাই, সুতরাং নিরাপত্তা আইন অনুসারে তাদের আটক রাখা অন্যায় ও নীতিবিরুদ্ধ। ১৬ই ফেব্রুয়ারীর মধ্যে তাঁকে মুক্তি না দেওয়া হইলে তিনি ওইদিন হইতে অনশন ধৰ্ম্মঘট আরম্ব করিবেন বলিয়াও উক্ত স্মারকলিপিতে প্রধানমন্ত্রীকে জানাইয়া দিয়াছিলেন।
সূত্র: দৈনিক আজাদ, ২১ ফেব্রুয়ারি ১৯৫২