রাষ্ট্রভাষা বাংলা না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবার ওয়াদা গ্রহণ
বার লাইব্রেরী হলে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সম্মেলনে বিভিন্ন জিলার কর্মীবৃন্দের সম্মিলিত ঘােষণা
“পূর্ব পাকিস্তানের জনগণ আজ জাগ্রত। বুলেটের সামনে বুক পেতে দিয়ে তারা জগতকে দেখিয়ে দিয়েছে যে সমগ্র জাতির ন্যায্য দাবী কোন স্বৈরাচারী সরকারই কোন হিংস্র উপায় অবলম্বনে দমিয়ে রাখতে পারে না। জীবন দিয়ে যে জাতি তার দাবীর সত্যতা ও পবিত্রতা প্রমাণ করেছে, সে দাবীকে অগ্রাহ্য করবার সাধ্য কারাে নেই।” * বিগত ২৭শে এপ্রিল বার লাইব্রেরী হলে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ সম্মেলনের সভাপতি জনাব আতাউর রহমান সাহেব সভাপতির ভাষণ দানকালে উপরােক্ত মন্তব্য করেন। উক্ত সভায় বিভিন্ন জেলা ও মহকুমা সংগ্রাম পরিষদের প্রতিনিধিবৃন্দ এবং আওয়ামী লীগ, তমদুন মজলিস, ছাত্রলীগ, যুবলীগ, ইসলামী ভ্রাতৃসংঘ প্রভৃতি প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।…
আওয়ামী লীগের তরফ হতে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সদ্য জেল প্রত্যাগত জনাব শেখ মুজিবুর রহমান বক্তৃতা করেন। সুদীর্ঘ আড়াই বৎসর কারাবাসের পর এই তার প্রথম বক্তৃতা। জনাব মুজিবুর রহমান তার বক্তৃতায় সরকারের স্বরূপ উদঘাটন করেন। তিনি বলেন, জনসাধারণের ন্যায্য দাবী আন্দোলনকে সরকার রাষ্ট্রের ও এজেন্টদের বলে অভিহিত করেছেন। তিনি আরও চ্যালেঞ্জ দিয়ে বলেন ঃ এরাও দুশমনের উপর গণআন্দোলন সৃষ্টি করেছেন। আমার বিশ্বাস শত শত মানুষ আমাদের অনুসরণ করিতেছেন। তার মতে রাষ্ট্রে এর চেয়ে আর কোন আইন থাকতে পারে না।
সূত্র: সাপ্তাহিক সৈনিক, ৪ মে ১৯৫২
ভাষা আন্দোলনে শেখ মুজিব কতিপয় দলিল -ড. এম আবদুল আলীম