সাংবাদিক সম্মেলনে শেখ মুজিব
পূৰ্ব্ব পাক আওয়ামী মুসলিম লীগের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব শেখ মুজিবুর রহমান করাচীতে এক সাংবাদিক সম্মেলনে ভাষা আন্দোলন, কাশ্মীর এবং পূর্ববঙ্গের আসন্ন নির্বাচন সম্বন্ধে আলােচনা করেন।
ভাষা প্রসঙ্গে তিনি বলেন- আমরা উর্দু বিরােধী নই, বরঞ্চ আমরা পরস্পরের সমঝােতার জন্য দাবী করছি যে, পূর্ব পাকিস্তানীদের উর্দু শিখতে হবে এবং পশ্চিম পাকিস্তানীদের বাংলা শিখতে হবে। তিনি ভাষার ব্যাপারে নাজিমুদ্দিনের ডিগবাজীর নিন্দা করেন। | কাশ্মীর প্রসঙ্গে শেখ মুজিব বলেন- আজ পাঁচ বছর যাবৎ কাশ্মীর সমস্যার কোন সমাধান হচ্ছে না। মুসলিম লীগ সরকার শুধু ইঙ্গ মার্কিন গােষ্ঠীর দিকে অসহায়ভাবে তাকিয়ে রয়েছে। তিনি মন্তব্য করেন যে। এভাবে আমরা কাশ্মীর পেতে পারব না। | জনাব মুজিব মুক্ত ও অবাধ নির্বাচনের দাবী করেন। মুসলিম লীগ ও আওয়ামী লীগের কর্মসূচীর কোন পার্থক্য নেই বলে যে অভিযােগ করা হয়, তা তিনি অস্বীকার করেন। তিনি বলেন- পূর্ব পাক আওয়ামী লীগের মেনিফেষ্টো রয়েছে, অপরপক্ষে পাকিস্তান মুসলিম লীগের কোন কর্মসূচী নেই। এ পর্যন্ত যে পূর্ববঙ্গের ২৬টি উপনির্বাচন ঠেকিয়ে রাখা হয়েছে জনাব মুজিব তারও উল্লেখ করেন।
সূত্র: সাপ্তাহিক সৈনিক, ৮ জুন ১৯৫২
ভাষা আন্দোলনে শেখ মুজিব কতিপয় দলিল -ড. এম আবদুল আলীম