আটক বন্দীদের মুক্তি দাবী/শেখ মুজিবুর রহমানের বিবৃতি
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব শেখ মুজিবুর রহমান সংবাদপত্রে নিম্নলিখিত বিবৃতি দিয়াছেনঃ-সম্প্রতি চাদপুর, যশাের ও রংপুর সফরে গমনের পূর্বে আমি মওলানা আবদুল হামিদ খান ভাসানীসহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দান সম্পর্কে জনাব নূরুল আমীনের সহিত সাক্ষাৎ করি। অন্যান্য কতিপয় নেতাও আমার সঙ্গে ছিলেন। জনাব নূরুল আমীন আমাদিগকে বলেন যে, সরকার রাজনৈতিক বন্দীদের ক্রমে ক্রমে মুক্তি দানের নীতি অবলম্বন করিয়াছেন। আমরা তাঁহাকে রাজনৈতিক বন্দীদের মুক্তিদান ত্বরান্বিত করার প্রয়ােজনীয়তা বুঝাইয়া দেই এবং তিনি আমাদিগকে এই আশ্বাস দেন যে, বিষয়টী পূৰ্ব্বাপেক্ষা গুরুত্ব সহকারে বিবেচনা করা হইবে। কিন্তু প্রায় তিন সপ্তাহ পূৰ্বে জনাব নূরুল আমীনের সহিত আমাদের সাক্ষাৎকারের পর এযাবত আর কাহাকেও মুক্তি দেওয়া হয় নাই দেখিয়া আমরা আশ্চর্য্য হইতেছি। গতমাসখানেক যাবত রােজা রাখা ও শুধু পানি দিয়া এফতার করার দরুণ জেলে মওলানা ভাসানী ও অন্যান্যের স্বাস্থ্যের অবস্থার অত্যন্ত অবনতি হইয়াছে।…
আমি সরকারের নিকট অবিলম্বে বিনাবিচারে আটক সকল রাজনৈতিক বন্দীর মুক্তি দাবী করিতেছি। আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি ১৭ই এপ্রিল তারিখে প্রদেশের সকল বন্দীমুক্তি ও প্রার্থনা দিবস হিসেবে পালনের] সিদ্ধান্ত করিয়াছেন। এই দিবসকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সকল ইউনিটের প্রতি আবেদন
সূত্র: দৈনিক আজাদ, ১৪ এপ্রিল ১৯৫৩
ভাষা আন্দোলনে শেখ মুজিব কতিপয় দলিল -ড. এম আবদুল আলীম