ঢাকার ভারতীয় হাইকমিশন কর্মীদের ভারতে ফিরে আসার ব্যবস্থা করুন
শ্রী থান্টের কাছে ভারতের দাবি
জাতিসংঘ, ১০ জুন—ঢাকায় ভারতীয় হাই কমিশনের যে কর্মীদের পাকিস্তান কার্যত আটক করে রেখেছে তাদের ফিরিয়ে আনার জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা অবলম্বন করার জন্য ভারত জাতিসংঘ সেক্রেটারি জেনারেলকে অনুরােধ করেছে বলে এ-পি জানিয়েছে।
গতকাল শ্রী উ-থান্টের কাছে লিখিত এক পত্রে ভারতীয় রাষ্ট্রদূত শ্ৰীসমর সেন অভিযােগ করেছেন যে, ঢাকায় ভারতীয় ডেপুটি হাই কমিশনের কর্মীদের এবং তাদের পরিবার পরিজনদের কার্যত গ্রেপ্তার করে রাখা হয়েছে।
কলকাতায় পাকিস্তানের প্রাক্তন ডেপুটি হাই-কমিশনের সমস্ত কর্মী ও সম্পত্তি তাদের হাতে তুলে নাদিলে পাকিস্তান ঢাকার ভারতীয় ডেপুটি হাই-কমিশনের কর্মীদের ভারতে ফিরে আসতে দিতে নারাজ। কিন্তু তা ভারতের পক্ষে অসম্ভব; কারণ পূর্ববঙ্গে গােলযােগ আরম্ভ হবার ফলে প্রাক্তন পাকিস্তানী কর্মচারী পাকিস্তানের সঙ্গে সংশ্রব বর্জন করেছেন।
পাকিস্তানের এই মনােভাবের ফলে ভারত ও কলকাতায় অবস্থিত পাকিস্তানী কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য হয়েছে।
সূত্র: কালান্তর, ১১.৬.১৯৭১