সিলােনের বাংলাদেশ সংহতি সমিতি
বাংলাদেশের বিপন্ন মানুষের সহায়তার জন্য শ্রীলংকায়ও সংহতি সমিতি করা হয়েছিল। এ কথা আমরা অনেকে জানি না। শ্রীলংকা তখন পরিচিত ছিল সিলােন নামে। সিলােন সরকার কিন্তু বাংলাদেশে আসার জন্য পাকিস্তানকে তার আকাশ ব্যবহার করতে দিয়েছিল। ১৭ আগস্ট সংহতি কমিটি যে বিবৃতি বিশ্বব্যাপী প্রচার করে তা ছিল নিতান্ত কঠিন। সাধারণত, এ সব ক্ষেত্রে সবাই খানিকটা কূটনৈতিক ভাষা ব্যবহারে অভ্যস্ত। সিলােনের কমিটি জানিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করে পাকিস্তান একটি জাতির বিরুদ্ধে এখন গণহত্যা চালাচ্ছে তাদের নেতা ইয়াহিয়া খানের নেতৃত্বে। শুধু তাই নয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বানানাে বিচারের আয়ােজন করছে। এ সবকিছু আন্তর্জাতিক আইন ও সাধারণ মানসিকতা বিরােধী। কমিটি এ সমস্ত বন্ধ শুধু নয়, দখলদার বাহিনীকে প্রত্যাহার করে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায়।
আমি অনেক সংহতি কমিটির দাবিনামা দেখেছি। কিন্তু সিলােনের মতাে এত কঠিন বক্তব্য কারও দেখিনি। মনে হচ্ছিল বাংলাদেশ সরকারই বােধ হয় বিবৃতিটি পাঠিয়েছিল । মূল ইংরেজির খানিকটা উদ্ধৃত করছি
“Having murdered Pakistan and democracy and committed genocide against an entire nation the military junta under the leadership of Yahyah Khan is staging a farcical trial of the undisputed leader of the sovereign and independent Peoples Republic of Bangladesh Sheikh Mujibur Rahman, which is gross violation of the norms of international law and common humanity. While vehemently protecting against this barbaric action and calling upon the military junta to withdraw the occupation from the territory of the Peoples Republic of Bangladesh and to hand over power to the elected representatives in the West Pakistan, we warn that the actions of the military junta are a continuing threat not only to the supremacy of the peoples will in the country but also to peace in our region.”
উৎস : Bangladesh Document