অরাজকতা
আগরতলা- ৩ এপ্রিল ॥ পূর্ব বাংলার অরাজকতার সুযােগে স্থানীয় এক শ্রেণীর ব্যবসায়ী নিত্যব্যবহার্য পণ্যাদির দাম অত্যন্ত বাড়িয়ে দিয়েছে। চাল, ডাল, তেল, নুন, পান, সিগারেট সবকিছুর মূল্যন্তর সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে গিয়েছে।
এ সম্পর্কে গতকাল ছাত্রসমাজ জনগণের উদ্দেশে আবেদন প্রচার করে বলেছেন, বেশি দাম দিয়ে কেউ যেন জিনিসপত্র না কেনেন। অসাধু ও মুনাফাখাের ব্যবসায়ীদের যেন অবিলম্বে ধরিয়ে দেওয়া হয়। তাদের ব্যবসাপত্র বাজেয়াপ্ত এবং লুট করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।
সূত্র: গণসংহতি
৪ এপ্রিল, ১৯৭১
২১ চৈত্র, ১৩৭৭