You dont have javascript enabled! Please enable it! 1969.03.04 | হরতালের প্রতি শেখ মুজিবের পূর্ণ সমর্থন জ্ঞাপন | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৪ঠা মার্চ ১৯৬৯
হরতালের প্রতি শেখ মুজিবের পূর্ণ সমর্থন জ্ঞাপন

ঢাকা, ৩রা মার্চ।-আজ রাত্রে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আহুত আগামী কালের হরতালের প্রতি সমর্থন জানাইয়াছেন। তিনি জনসাধারণের প্রতি শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আবেদন জানান। শান্তিপূর্ণভাবে হরতাল পালনকালে যাহাতে কোন মহল উস্কানি দিয়া বিঘ্ন ঘটাইতে না পারে উহার প্রতি লক্ষ্য রাখার জন্য তিনি সরকারের প্রতি এক প্রেস বিবৃতিতে আহ্বান জানান।

নিম্নে তাহার বিবৃতির পূর্ণবিবরণ দেওয়া হইল:
“কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যার প্রশ্নে দাবী জানানোর উদ্দেশে কেন্দ্ৰীয় সৰ্ব্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ মঙ্গলবার (৪ঠা মার্চ, ১৯৬৯) হরতাল ঘোষণা করিয়াছেন। আমি হরতালের প্রতি আমার পূর্ণ সমর্থন জ্ঞাপন করিতেছি এবং জনগণের প্রতি শান্তিপূর্ণভাবে এই হরতাল পালনের জন্য আবেদন জানাইতেছি।
প্রসঙ্গতঃ, আমি পরিস্কারভাবে জানাইতে চাই যে, জনগণের ন্যায়সঙ্গত দাবী দাওয়া সম্পূর্ণভাবে আদায় না হওয়া পর্য্যন্ত আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পথে অব্যাহত থাকিবে। কিন্তু স্বার্থান্বেষী মহলের সকল প্রকার উস্কানী ও ছলনা যাহাতে জাতির এই মহান ত্যাগ স্বীকারকে বৃথা যাইতে না দেয় সে দিকে আমাদের সকলকে সতর্ক থাকিতে হইবে। -পিপিআই

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯