You dont have javascript enabled! Please enable it! 1971.12.10 | ইন্দিরাজীর সভা বানচালের চেষ্টা হয়েছিল | সপ্তাহ - সংগ্রামের নোটবুক

ইন্দিরাজীর সভা বানচালের চেষ্টা হয়েছিল
(স্টাফ রিপাের্টার)

কলকাতাতে ৩ ডিসেম্বর শ্রীমতি ইন্দিরা গান্ধীর সভা বানচালের চেষ্টা করা হয়েছিল। শ্রী প্রিয়রঞ্জন দাশ মুন্সি এই সম্পর্কে একটি অভিযােগও করেছেন। শ্রীমতি গান্ধির সভায় মাইক ব্যবস্থার জন্য আড়াই হাজার টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল একটি কম্পানিকে। সভায় শ্রীমতি গান্ধী চারটের সময় ভাষণ দেবেন, তার আগেই বেশ কিছু দেশাত্মবােধক গান শুরু হয়। এই গান যখন চলছিল তখন মাইকগুলাে ঠিক চলছিল। এরপর শ্ৰীমতী গান্ধী এলেন; তখন সভার উদ্বোধন সংগীত শুরু করলেন প্রখ্যাত সুরকার ও গায়ক শীহেমন্ত মুখােপাধ্যায় এবং তখনই দেখা গেল মাইক বিকল হতে শুরু করেছে, কাজ হচ্ছে না। শ্ৰীহেমন্ত মুখােপাধ্যায় খুবই বিরক্তির মধ্যে গান শেষ করলেন কিন্তু শ্ৰীমতী গান্ধী বক্তৃতা দিতে উঠে একই অবস্থা-মাইক অচল। একই সময়ে সভার বা দিকের একটি কোণে জোর গােলমাল শুরু হয়ে গেল। সেই গােলমাল কেন কেউ জানে না। শ্রীপ্রিয়রঞ্জন দাশমুন্সী সহ অন্যান্য কয়েকজন ছুটে গেলেন। যা হােক মাইকের গােলমালে রেডিও থেকে শ্রীমতী গান্ধীর বক্তৃতা শােনা গেলেও বােঝা গেল না, সভায় উপস্থিত থেকেও অনেকে শুনতে পেলেন।
এরপর খোজ পড়লাে মাইকম্যানের কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। শ্রীজয়নাল আবেদিন সহ কয়েকজন ছুটে গিয়ে ধরলেন শ্রীপ্রফুল্লকান্তি ঘােষকে। কারণ এই সভার সব দায়িত্ব ছিল শীঘােষের উপর। শীঘােষও দ্রুত খোঁজাখুঁজি করলেন মাইকম্যানকে কিন্তু কোথায় সেই মাইকম্যান? সভা শেষ হওয়া পর্যন্ত মাইকম্যানকে পাওয়া যায়নি।

সূত্র: সপ্তাহ, ১০ ডিসেম্বর ১৯৭১