You dont have javascript enabled! Please enable it! 1971.12.24 | ভারতের কাছে চিরকৃতজ্ঞ থাকব | সপ্তাহ - সংগ্রামের নোটবুক

ভারতের কাছে চিরকৃতজ্ঞ থাকব

“আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র, গণতন্ত্রের বৃহত্তম পীঠস্থান ভারতবর্ষ গণপ্রজাতন্ত্রী বাঙলাদেশ সরকারের স্বীকৃতি দিয়েছে। বাঙলাদেশে পাকিস্তানি সামরিকচক্রের সংগঠিত ও সুপরিকল্পিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত জাগ্রত করার জন্য গত আট মাসাধিকাল ধরে ভারতের প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টা এবং বিশ্বের কাছে আমাদের ন্যয্য সংগ্রামের মূল কারণ তুলে ধরার জন্য তার প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। আমার সরকার। ও বাঙলাদেশের সাড়ে সাত কোটি জনগণের পক্ষ থেকে আমি তাকে, তার সরকার ও ভারতের জনগণকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
“আমাদের পবিত্রভূমি থেকে পাকিস্তানি হানাদারদের পর্যদস্ত তথা বিতাড়িত করার জন্য আমাদের মহান প্রতিবেশী রাষ্ট্র ভারতের সৈন্য বাহিনী বীর মুক্তিবাহিনীর সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করেছে এবং তারই ফলে বাঙলাদেশের জনগণ ও ভারতের জনগণ এক মৈত্রীবন্ধন প্রতিষ্ঠা করেছে-বাঙলাদেশের রক্তনদীর প্রতি উভয়ের একই মনােভাব থেকে যার উদ্ভব।
আমাদের মুক্তিসংগ্রামকে সক্রিয়ভাবে সাহায্য করার মহত্তম কাজে অবতীর্ণ হওয়ার জন্য আমি আমার জনগণের পক্ষ থেকে দুঃসাহসী ভারতীয় সৈন্যবাহিনীকেও অভিনন্দন জানাচ্ছি।” সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপ্রধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র।

সূত্র: সপ্তাহ, ২৪ ডিসেম্বর ১৯৭১