দৈনিক পাকিস্তান
৩রা মার্চ ১৯৬৯
পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির সভা
আগামী ৭ই মার্চ লাহোরে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের (৬-দফা) সাংগঠনিক কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হবে। দলের নেতা শেখ মুজিবর রহমান দলের ভবিষ্যৎ কর্মপন্থা এই বৈঠকে পেশ করবেন। সভায় এই কর্মপন্থা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা হবে। সকল সদস্যকে সভায় যোগদানের অনুরোধ জানান হয়েছে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯