জাতীয় পতাকা
হে মহাজাতির বিজয় পতাকা, শক্তিদণ্ড ভারত মা’র ত্যাগ-তর্পিত হােনল শিখা, মহৎ-চেতনা-উৎসধার, মহাভারতের মুক্তিদর্প, মিলিত প্রাণের অহংকার,
তােমারে নমস্কার ওগাে,
তােমারে নমস্কার!
জাগ্রত জাতি-অভিযান সাথী, পুঞ্জিত-তেজ-প্রকাশ জ্বালা
নবযৌবন-হঙ্কার-ঘন পুশ্যসৃষ্টি-কামনা-ঢালা,
শঙ্কাহরণ অভয়মন্ত্র, সঙ্কেত শুভ প্রার্থনার,
তােমারে নমস্কার ওগাে,
তােমারে নমস্কার!
কোটি-সন্তান-কর-বিধৃত জয়-বন্দিত ভারতমান,
রক্ষিতে তােমা লক্ষ লক্ষ হেলায় করিবে রক্তদান,
এসেছি হিন্দু খৃষ্টান শিখ পার্শী বৌদ্ধ মুসলমান
বহি’ অন্তরে ভক্তি-অর্ঘ্য, বীর্য-সাধনা, অভয় প্রাণ।
তােমারে ঘিরিয়া মিলেছি আমরা, তুমি আমাদের ঐক্যতার,
তােমারে নমস্কার ওগাে,
তােমারে নমস্কার!
সূত্র: দৈনিক যুগান্তর, ১৬ আগস্ট ১৯৭১